জীবনে অতিমূল্যভান নির্দেশিকা

০১) ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা।
০২) সব চেয়ে বড় দারিদ্র হচ্ছে মূর্খতা।
০৩) নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা।
০৪) সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া।
০৫) বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, সে তোমার উপকার কারার চাইতে ক্ষতি করবে বেশি।
০৬) কৃপনের সাথেও বন্ধুত্ব করবেনা। কারন সে তোমার বিপদের সময় পাশে না থেকে নিজেকে গুটিয়ে নিবে।
০৭) সাবধান ! কোন পরনিন্দাকারীকেও বন্ধু বানিও না। কারন সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে।

০৮) মিথ্যাবাদীর সাথেও কখনো বন্ধুত্ব গড়ে তুলবেনা। কারন সে মরীচিকার মত দূরের স্বপ্নে বিভোর করে কাছের জিনিসগুলোকে দূরে সরিয়ে দিবে

Comments