এলার্জি

## খোস-পাচড়া, দাদ, বিখাউজ ইত্যাদি চুলকানি দ্রুত কমার জন্য চুলকানির স্থানে ''পেভিসোন'' মলম লাগান, ৫মিনিটের মধ্যে চুলকানি কমে যাবে। সাথে এলাট্রল ট্যাবলেট খেতে পারেন। এলার্জি জনিত চুলকানি হলে খাটি সরিষা তৈলে ৬/৭ কোয়া রসুন ছেচে দিন এবং চুলায় ভাজুন, রসুনের রঙ বাদামী হলে নামিয়ে কুসুম কুসুম গরমে এলার্জির আক্রান্ত স্থানে মাখুন। চুলকানি কমে যাবে। সাথে এলাট্রল ট্যাবলেট খাবেন।
## ওরাডিন ট্যাবলেট ভালো... এটায় ঘুম পায়না... এলাট্রল ট্যাবলেট ও ভালো ।। কিন্তু এটায় ঘুম ঘুম ভাব আসে। ২টির যে কোন একটি খাওয়ার ১ থেকে ২ ঘণ্টার মধ্যে ইনশাল্লাহ এলারজি কমে যাবে... তবে ২৪ ঘন্তায় কিন্তু একটির বেশি খাওয়া যাবে না।
## চুলকানির জন্য কিছু ভেষজ সমাধানঃ
১. তুলসী পাতা ও দুর্বার ডগা বেটে গায়ে মাখলে ঘামাচি ও চুলকানি ভাল হয়।
২. বড় এলাচি বেটে বাহ্যিকভাবে চন্দনের মত শরীরে লাগালে চুলকানী চলে যায়।
৩. নিম পাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে খোসপাচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়।
৪.শরীরে ক্ষত, খোস পাঁচড়া দেখা দিলে অর্জুনের ছাল বেটে লাগালে সেরে যায়।
৫. বাসকের কচিপাতা ১০-১২ টি এক টুকরো হলুদ একসঙ্গে বেটে দাদ বা চুলকানিতে লাগলে কয়েকদিনের মধ্যে তা সেরে যায়।
## খুব দ্রুত চুলকানি সারার কোন ঔষধ আসলে নেই, তবে কিছু ঔষধ আছে যেগুলো আপনাকে ১২ টি ২৪ ঘন্টার মধ্যে উপশম দিতে সক্ষম. আপনি মুখে deslor ৫ mg দুইবেলা খাবার পরে একটি করে ট্যাবলেট খেতে পারেন, যদি চুলকানির মাত্রা বেশি হয় তবে fenovarbiton জাতীয় ঔষধ খেয়ে পারেন ( এলিগ্রা ১২০ mg ).আলিগ্রা (citrizin ) আর oradin ( loratidin ) জাতীয় ঔষধ খেলে ঝিমুনি আসবে এবং এগুলো কিডনির জন্য খুবই ক্ষতিকর তাই এড়িয়ে যাওয়ায় উত্তম. চুলকানি আক্রান্ত স্থানে স্কাভিয়ল লোশন লাগাতে পারেন তিন দিনের মধ্যেই ফল পাবেন. সকালে ঘুম থেকে উঠে পা থেকে গলা পর্যন্ত তেলের মত করে লাগাবেন, খেয়াল করবেন এই লোশন যেন চোখে বা মুখে প্রবেশ না করে. পরে হালকা গরম পানি দিয়ে গোসল সেরে ফেলতে পারেন.
## খুব দ্রুত চুলকানি সারানোর জন্য oradoxcon দিয়ে সাথে সাথেই যাবে, কিন্তু এটা শুধু মাত্র ডাক্তার এর সাথে কথা বলে দিতে হবে, কারণ এটা একটি staroyid . artica ১০ mg খেতে পারেন. আর অসুদের দোকানে গিয়ে জিগ্গেস করবেন গায়ে দেয়ার অসুদ আছে কি না. তাহলে তারা অসুদ দিবে. প্রাকৃতিক উপায়ে চুলকানি সারানোর একমাত্র উপায় হলো নিম পাতা বাটা সারা সরিলে লাগাতে হবে.

Comments