কোথায় কখন কি বলবেন আসুন জেনে নিই

কোথায় কখন কি বলবেন আসুন জেনে নিই


❖ ❖ ❖
কোন কাজের উদ্দেশ্যে বাসা,
বাড়ি থেকে বের হতেঃ
লা হাওলা ওলা কুওয়াতা
ইল্লাবিল্লাহ
অর্থ -আল্লহ ছাড়া আমার অবস্থার
কেউ পরিবর্তন কারী বা শক্তি নেই।

পথে কোন মুসলিম ভাইয়ার সাথে
দেখা হলেঃআসসালামু আলাইকুম
ওয়া রহমাতুল্লাহ
অর্থ -আল্লহর পক্ষ থেকে আপনার উপর
শান্তি ওবরকত অবতীর্ণ
হক।

মুসলিম ভাইয়ার সালামের
উত্তরেঃওয়ালাই ~কুমুস সালাম ওয়া
রহমাতুল্লাহ
অর্থ -আপনার উপর অনুরুপ হক

কোন মুসলিম ভাইয়ার সাথে
মুসাফাহাঃ ইয়াগফিরুলানা ওয়া
লাকুম
অর্থ -আল্লহ আমাদের ও আপনাদের
ক্ষমা করুন।

কোনো কিছু কাজ আরম্ভ করার
পূর্বেঃ বিসমিল্লাহ্
অর্থ -আল্লহর নামে শুরু
এতে সেই কাজ সম্পুর্ন হয়।

কোনো কিছু কাজ ভবিষৎ করার
আশা প্রকাশেঃ ইনশা-আল্লাহ্
অর্থ -আল্লহ চাইলে হবে।

কোনো মহিমা বা বিস্ময়কর বিষয়
দেখলেঃ সুবাহানাল্লাহ্
অর্থ – কত সুন্দর আল্লাহ!!! যার সৃষ্টিতে
কোন ভুল নেই,
নিখুঁত সৃষ্টিকারী!!!

আনন্দ উল্লাসের বিষয় উপস্থিত
হলেঃ মারহাবা
অর্থ –কিচমৎকার হয়েছে !!!

কোন কাজ সম্পুর্ণ
হলেঃ মাশাআল্লাহ্
অর্থ -আল্লাহ যা চাইছেন তাই
হয়েছে।

প্রশংসার বহিঃপ্রকাশঃআল-হ
ামদুলিল্লাহ
অর্থ -সকল প্রশংসা আল্লাহর জন্য

রাগান্বিত হলেঃ আউযুবিল্লাহ
অর্থ -শয়তান থেকে আল্লাহর কাছে
আশ্রয় চাই

ধন্যবাদ জ্ঞাপনেঃ
যাজাকাল্লাহ
অর্থ –আল্লাহ আপনাকে উত্তম
প্রতিদান দিন।

শত্রুকে জয় বা পরাস্ত করতেঃ
আল্লাহু আকবার
অর্থ —আল্লাহ সবার চাইতে অধিক
কৌশলী

সাক্ষ্য বা শপথ নেয়ার সময়ঃ
কছম আল্লাহর নামে ,
অর্থ –তোমার ও আমার মাঝে
আল্লাহ সাক্ষী রইল।

হাঁচি দেয়ার পরঃ আলহামদু
লিল্লাহ্
অর্থ -সকল প্রশংসা আল্লাহর জন্য

অন্য কেউ হাঁচি দিলেঃ ইয়ার
হামুকাল্লাহ্
অর্থ -আল্লাহ তোমার উপর রহম করুন

জিজ্ঞাসার জবাবেঃ আলহামদু
লিল্লাহ্
অর্থ -সকল অবস্থায় প্রশংসা আল্লাহর
জন্য

পাপের অনুশোচনায়ঃআসতা
গফিরুল্লাহ্
অর্থ -আল্লাহর দিকে ফিরে আসছি।

পরপোকার করার সময়ঃফি
সাবিলিল্লাহ্
সব কিছুই আল্লাহর জন্য

কাউকে ভালোবাসলেঃলিহুব
্বিল্লাহ্
অর্থ -আল্লাহর জন্যই তোমাকে
ভালবাসি।

কারো শুভ কামনায়ঃ মোবারকবাদ
অর্থ —আল্লাহ তোমার জীবন সুন্দর
করুন!!!!

বিদায়ের সময়ঃ ফিআমানিল্লাহ্
অর্থ –তোমার হেফাযতে
যেনআল্লাহই যতেষ্ট হন।

সমস্যা দেখা দিলেঃ
তাওয়াক্কালতু আলাল্লাহ
অর্থ -এ সমস্যায় একমাত্র আল্লাহর উপর
ভরসা করছি।

অপ্রীতিকর কিছু দেখলেঃ
নাওযুবিল্লাহ্
অর্থ -হে আল্লাহ আমার এই অবস্থা
হওয়া থেকে রক্ষা করুন।

আনন্দদায়ক নতুন কিছু এসে গেলেঃ
ফাতাবারাকাল্লাহ
অর্থ –কত সুন্দর বরকতময় আমাদের
আল্লাহ।

ঘুমথেকে জাগ্রত হওয়ার পরঃ
আলহামদু লিল্লাহ
অর্থ –এতক্ষন আমি মরা ছিলাম এখন
তিনিই
আমার জীবন আবার ফিরে দিলেন
তাই
সকল অবস্থায় প্রশংসা আল্লাহর জন্য

প্রার্থনায় অংশগ্রহণ শেষেঃ
রাব্বানা ওতাক্কাব্বাল দোয়া
হে আল্লাহ আমার দরখাস্ত কবুল করুন।
আরবি

কষ্ট যন্ত্রণা ও মৃত্যুভয়
উপস্থিতহলেঃলা-ইলাহা-
ইল্লাল্লাহ
অর্থ -হে আল্লাহ তুমি ছাড়া আমার
কেউ দয়ালু নেই।

মৃত্যু সংবাদ শুনলেঃ
ইন্নালিল্লাহি-ওয়া-ইন্না ইলাইহি
রাজিউন।
অর্থ –আমরা সবাই আল্লাহর জন্য তার
কাছেই ফিরে যাব!!!

Comments

  1. কেউ দোয়া চাইলে সংক্ষেপে কি বলতে হয়

    ReplyDelete
  2. ফিআমানিল্লাহ



    ReplyDelete

Post a Comment